২০২৬ শিক্ষাবর্ষে রাজশাহী জেলার গোদাগাড়ী উপজোলার মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি বিজ্ঞপ্তি

01 Dec 2025

২০২৬ শিক্ষাবর্ষে রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার আনোয়ারা ফহিম ফহিম জিয়াউদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রনিতে নির্দিষ্ট শূন্য আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। ভর্তি প্রক্রিয়ায় অংশ গ্রহণে ইচ্ছুক শিক্ষার্থী http://gsa.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ ও Teletalk Pre-paid Mobile নম্বর হতে SMS এর মাধ্যমে আবেদন ফি প্রদান করে ভর্তির আবেদনের কার্যক্রম সম্পন্ন করতে পারবে। আনোয়ারা ফহিম জিয়াউদ্দিন পাইলট বালিকা বিদ্যালয়ে শূন্য আসন সংখ্যা ১৬৫ টি আবেদনের সময়সীমা: ১. Online-এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ: ২১/১১/২০২৫ খ্রি. সকাল: ১১:০০ টা। ২. Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ: ০৫/১২/২০২৫ খ্রি. বিকাল ৫:০০ টা পর্যন্ত। আবেদন সংক্রান্ত নির্দেশনা: ১. ২০২৬ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন ফি ১০০/- (একশত) টাকা টেলিটক প্রি-প্রেইড মোবাইল ফোনের মাধ্যমে পরিশোধ করতে হবে। ২. বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি নীতিমালা অনুযায়ী বয়স নির্ধারিত হবে। ৩. Online-এ আবেদনের সময় শিক্ষার্থীর জন্ম তারিখ, শিক্ষার্থীর নাম ও পিতা-মাতার নামের বানান সঠিকভাবে পূরণ করতে হবে। পরবর্তীতে এ সংক্রান্ত কোন পরিবর্তন গ্রহণযোগ্য নয়। ৫. Online-এ আবেদনের সময় কোটাধারী আবেদনকারীদের সঠিকভাবে কোটা পূরণ করতে হবে। অন্যথায় পরবর্তীতে কোটা বিবেচনা করা হবে না। অনলাইনে আবেদন ফরম ও ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য ও নিয়মাবলি www.dshe.gov.bd এর secondary circular/order www.teletalk.com.bd এবং জেলা প্রশাসক, রাজশাহী এর ওয়েবসাইটেজানা যাবে। (মোঃ আব্দুর রহমান ) প্রধান শিক্ষক আঃফঃজিঃপাঃ বালিকা উচ্চ বিদ্যালয় গোদাগাড়ী, রাজশাহী। প্রয়োজনেঃ +8801309126687
← নোটিশ তালিকায় ফিরে যান